শিরোনাম
ঝড়ের মুখে মালয়েশিয়ার সাবেক শাসক দল
প্রকাশ : ২৯ জুন ২০১৮, ১৬:৪৯
ঝড়ের মুখে মালয়েশিয়ার সাবেক শাসক দল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যে দলটি গত মাসের আগ পর্যন্ত ৬০ বছর মালয়েশিয়া শাসন করে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন সেই মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (উমনো) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।


সরকারি টাকা দলের ফান্ডে স্থানান্তর বিষয়ক অভিযোগ তদন্তের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে শুক্রবার মালয়েশিয়া সরকারের এক বিবৃতিতে জানানো হয়।


তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে আরো অনেক ব্যক্তি, দল ও কম্পানির অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।


এদিকে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রসঙ্গে উমনো'র কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আর সরকারি তহবিল নয়ছয় করার অভিযোগটি শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন নাজিব রাজাক।


অন্যদিকে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করায় উমনো'র ভবিষ্যৎ নিয়েই সংশয় সৃষ্টি হয়েছে। এ দলটি সকলের হলেও একইসঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রীদেরও দল। বর্তমান প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ দীর্ঘদিন এ দলের হয়েই প্রধানমন্ত্রীত্ব করেন। নাজিব রাজাকের অর্থ কেলেঙ্কারি চাউর হতেই তিনি দল ছাড়েন। নির্বাচনে উমনো'র নেতৃত্বাধীন জোট হেরে যাওয়ার পর অনেকেই দল ছেড়েছেন, জোটভুক্ত অনেক দলও মুখ ফিরিয়ে নিয়েছে। এমন এলোমেলো অবস্থায় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়াটা একটি বড় আঘাত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com