শিরোনাম
গাড়ি চালানোর অপেক্ষায় হাজারো সৌদি নারী
প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৭:৫২
গাড়ি চালানোর অপেক্ষায় হাজারো সৌদি নারী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ প্রতীক্ষার পর হাজারো সৌদি নারী চালকেরা গাড়ি চালাতে যাচ্ছেন আগামী রবিবার। এদিন থেকে সৌদি আরব দেশটির নারীদের গাড়ি চালানোর অনুমতি দেবে। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা চলে আসছে। তবে চলতি সপ্তাহেই এই নিষেধাজ্ঞার অবসান ঘটতে যাচ্ছে।


কয়েক দশক ধরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তরুণ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হয়ে তার দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার-কার্যক্রম হাতে নেন। এই সংস্কার কার্যক্রমের মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টিও রয়েছে বলে কর্তৃপক্ষের ভাষ্য।


আরব লেখক ও বিশ্লেষক হানা আর-খামরি বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নারীর মুক্ত গতিময়তার জন্য এটা অপরিহার্য।’


এ ছাড়া সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার পদক্ষেপটি দেশটিতে সামাজিক গতিশীলতা আনার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে বলেও অনেক পর্যবেক্ষক মন্তব্য করেছেন। সূত্র : এএফপি


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com