শিরোনাম
চীনের উপর নতুন করে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১২:১৯
চীনের উপর নতুন করে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের উপর নতুন করে আরো ২০ হাজার কোটি ডলারের আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্প সোমবার রাতে দেয়া এক বিবৃতিতে বলেছেন, যদি চীন নিজেদের অবস্থান পরিবর্তন না করে তাহলে ১০ শতাংশ শুল্ক বসানো হবে। এই বক্তব্যের ফলে দেশ দুটির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের আশংকা আরো বেড়ে গেল।


বিশ্বের এক নম্বর ও দুই নম্বর অর্থনীতির মধ্যে এই বাণিজ্য যুদ্ধের পরিণতি নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ গভীর থেকে গভীরতর হচ্ছে।


ট্রাম্প আগে থেকে বলে আসছেন, চীনের কাছে বাজার খুলে দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে।


তিনি এক হিসাব দিয়ে বলেছেন, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ৮০ হাজার কোটি ডলার। আর এই ঘাটতির প্রধান কারণ চীনের সাথে বাণিজ্যে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা।


তিনি অভিযোগ করে বলেছেন, চীন দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতির সুযোগে অন্যায্যভাবে সুবিধা নিচ্ছে।


গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পাঁচ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হবে।


জবাবে চীন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমপরিমাণ পণ্যের ওপর তারাও শুল্ক আরোপ করবে। এসব পণ্যের মধ্যে রয়েছে কৃষি পণ্য, গাড়ি ও সামুদ্রিক পণ্য।


ট্রাম্প সেই হুমকির জবাবে বলেছিলেন, চীন মার্কিন কোম্পানি, শ্রমিক ও কৃষকদের ওপর প্রতিশোধ নিতে চাইছে, যারা কোনো দোষ করেনি। সর্বশেষ তিনি পাল্টা হুমকি দিয়ে বলেন, বেইজিং যদি মার্কিন পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে যুক্তরাষ্ট্র আরো শুল্ক বসাবে। জুলাই মাস থেকে নতুন শুল্ক আরোপ হতে যাচ্ছে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com