শিরোনাম
সিঙ্গাপুরে পৌঁছেছেন কিম, পথে ট্রাম্প
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৯:৩৯
সিঙ্গাপুরে পৌঁছেছেন কিম, পথে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের লক্ষ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সিঙ্গাপুরে পৌঁছেছেন।


কঠোর নিরাপত্তার মধ্যে চীনের জাতীয় বিমান সংস্থা ‘এয়ার চায়না’র একটি বিমানে করে তিনি সিঙ্গাপুরে পৌঁছান। মঙ্গলবার ট্রাম্প ও উনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।


উনকে বহনকারী বিমান সিঙ্গাপুরে অবতরণের কিছু সময় পরই তার বিমান বহরের তৃতীয় বিমানে করে বোন কিম ইয়ো জংসহ একদল রাষ্ট্রীয় প্রতিনিধি সেখানে পৌঁছান।


এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিঙ্গাপুরের পথে আছেন। সোমবার রাতেই তার সিঙ্গাপুরে পৌঁছানোর কথা।


হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে আটটায় সিঙ্গাপুরে পৌঁছবেন ট্রাম্প।


তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন, হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জন কেলি ও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।


মঙ্গলবার সকালে সান্তোসা দ্বীপের একটি হোটেলে ট্রাম্প ও উন উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে বৈঠক করবেন।


বৈঠকটি অনুষ্ঠিত হলে এটাই হবে ক্ষমতাসীন কোন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যকার প্রথম বৈঠক।


আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্টাপাল্টা নানা পদক্ষেপের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com