শিরোনাম
গর্ভপাত বৈধকরণে ঐতিহাসিক পরিবর্তন আয়ারল্যান্ডে
প্রকাশ : ২৬ মে ২০১৮, ১১:২৮
গর্ভপাত বৈধকরণে ঐতিহাসিক পরিবর্তন আয়ারল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গর্ভপাত বৈধকরণ ও নিষেধাজ্ঞার ব্যাপারে সাংবিধানিক সংশোধনীর জন্য গণভোটের সিদ্ধান্তে আয়ারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের রক্ষণশীল রাষ্ট্রগুলোর মধ্যে আয়ার‌ল্যান্ড অন্যতম। এ গণভোটের মাধ্যমে দেশটিতে একটি বড় ধরণের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


গত শুক্রবার দেশটিতে ব্যাপক সংখ্যক ভোটার গর্ভপাত ইস্যুতে ভোট দেন। দেশটির সংবিধানের অষ্টম সংশোধনীতে গর্ভপাত পাতিল সংক্রান্ত ধারা পরিবর্তনের জন্যই তারা এ গণভোটে অংশ নিয়েছেন। অষ্টম সংশোধনীতে বলা হয়, যে শিশুর এখনো জন্ম হয়নি, তারও সমান অধিকার রয়েছে। সে হিসেবে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল।


এদিকে ভোট আয়োজনকারী এমআরবিআই জানিয়েছে, ব্যাপক সংখ্যক ভোটার গণভোটে ভোট দিয়েছেন। সংবিধান সংশোধন ও গর্ভপাত বৈধকরণে এর আগে কখনো এত মানুষ একত্র হয়ে সমর্থন জানায়নি।


প্রাথমিক ফলাফলে জানা গেছে, গণভোটে অন্তত ৬৮ শতাংশ ভোটার গর্ভপাতের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ ভোটার মনে করেন, গর্ভপাত বন্ধে সংবিধানে যা ধারা রয়েছে, তাই যুক্তিযুক্ত।


প্রধানমন্ত্রী লিও ভারাদকার সংবিধান সংশোধনের জন্য গণভোটের ডাক দিয়েছেন। তিনি নিজেও গর্ভপাত বৈধ বলে মনে করেন। গণভোটের ঘটনাকে তিনি বর্তমান ‘জেনারেশনের’ সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। সূত্র: বিবিসি


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com