শিরোনাম
পশ্চিম তীরে নতুন করে ২,৫০০ বাড়ি বানাবে ইসরাইল
প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৫:৪৬
পশ্চিম তীরে নতুন করে ২,৫০০ বাড়ি বানাবে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান বৃহস্পতিবার বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ৩০টি বসতিতে নতুন করে ২ হাজার ৫শ’ বাড়ি নির্মাণের অনুমোদনের জন্যে প্ল্যানিং কমিটিকে অনুরোধ করবেন।


তিনি টুইটারে বলেছেন, আগামী সপ্তাহে প্ল্যানিং কমিটিতে আমরা নতুন আড়াই হাজার ইউনিট নির্মাণের অনুমোদন দিতে যাচ্ছি। ২০১৮ সালের মধ্যেই বাড়িগুলো নির্মিত হবে। এরপর তিনি আরো ১ হাজার ৪শ’ বাড়ি নির্মাণের অনুমতি চাইবেন বলে জানান।


লিবারম্যান বলেন, আমরা জুদায়েয়া ও সামারিয়ায় বাড়ি নির্মাণে বদ্ধপরিকর। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব।


পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণকে আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে গণ্য করা হয়। ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো এই অবৈধ বসতি নির্মাণ। ২০১৪ সাল থেকে শান্তি আলোচনা বন্ধ হয়ে আছে।


এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেনি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় পাঁচ লাখ ইসরাইলি এবং ২৬ লাখ ফিলিস্তিনির বাস। সুত্র: এএফপি ও রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com