শিরোনাম
ত্রিপুরায় ভয়াবহ বন্যা, পানির নিচে ৩ হাজার বাড়ি
প্রকাশ : ২১ মে ২০১৮, ২০:১৭
ত্রিপুরায় ভয়াবহ বন্যা, পানির নিচে ৩ হাজার বাড়ি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ত্রিপুরা রাজ্যে গত চার দিনের টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও কাদাধ্বসে ছয় ব্যক্তি মারা গেছে। এছাড়া কমপক্ষে তিন হাজার বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। এমনকি রাজ্যের রাজধানী আগরতলার অনেক এলাকাও জলমগ্ন হয়ে আছে। রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া তিন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


কর্মকর্তারা জানান, ত্রিপুরার প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল উত্তরাঞ্চলীয় পাহাড়ী এলাকায় তুমুল বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যায় নিচু এলাকাগুলো সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আটকেপড়া লোকজনকে সরিয়ে আনা হয়েছে।


বন্যায় অসম-আগরতলা ন্যাশনাল হাইওয়ের একটি অংশও তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন স্থানে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে কাদাধ্বসে ছয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাদের তিনজন একই পরিবারের।


নিচু এলাকাসমূহের কমপক্ষে তিন হাজার পরিবারকে অস্থায়ী আশ্রয়শিবিরে সরিয়ে আনা হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সংস্থা একযোগে কাজ করছে।


রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটি সম্মেলনে যোগ দিতে অসমের রাজধানী গুয়াহাটিতে রয়েছেন। তাঁর অনুপস্থিতে সরকারি কাজকর্ম দেখভাল করছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সূত্র দ্য হিন্দু


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com