শিরোনাম
ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৫:২৮
ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ বছরের এক তরুণ রয়েছে। ১০ হাজারের অধিক লোক অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সীমান্তের কাছে সমাবেশ করলে এ ঘটনা ঘটে।


নিহতদের শনাক্ত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এরা হলেন, ইব্রাহিম আইয়ুব (১৫), আহমেদ রাশেদ (২৪), আহমেদ আবু অকিল (২৫) ও সাদ আবদুল মজিদ আবদুল-আল আবু তাহা (২৯)।


শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় কমপক্ষে ৭২৯ জন বিক্ষোভকারী ইসরায়েলি সীমান্তের কাছে গেলে গুলিতে আহত হয়েছেন।


শতাধিক ফিলিস্তিনি শুক্রবার গাজা উপত্যকার পূর্ব দিকে মিছিল করে যেতে থাকে। তারা ইসরায়েল সীমান্তের কাছে যায়। গত ছয় সপ্তাহ ধরে চলা মিছিল সমাবেশের ধারাবাহিকতায় শুক্রবারের মিছিলটি গাজায় হয়েছিল।


গাজা গত ১০ বছর ধরে ইসরায়েল যে অবরুদ্ধ অবস্থা বজায় রেখেছে তার অবসান চেয়ে এসব মিছিল সমাবেশ হয়। ফিলিস্তিনিরা এই মিছিল সমাবেশকে বলছেন দ্যা গ্রেট মার্চ ও রিটার্ন। এসব মিছিলে সমাবেশে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তিরা মদদ দিচ্ছে।


সূত্র : আল-জাজিরা


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com