শিরোনাম
মধ্য আয়ের দেশ হতে ভারতের ৩০ বছর লাগবে
প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১৮:২৬
মধ্য আয়ের দেশ হতে ভারতের ৩০ বছর লাগবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্য আয়ের দেশের সারিতে উপনীত হলে ভারতের অর্থনীতিকে আগামী তিন দশক বা ৩০ বছর ধরে কমপক্ষে ৮% হারে প্রবৃদ্ধি অর্জন করে যেতে হবে।


বুধবার বিশ্বব্যাংক এ কথা বলেছে। সংস্থাটির মতে, এ লক্ষ্য অর্জনে ভারতকে অনেকগুলো ক্ষেত্রে সংস্কার করতে হবে। যেমন, ভূমি, শ্রম ও আর্থিক খাত।


বিশ্বব্যাংকের মতে, ভারত যদি এ কৃতিত্ব অর্জনে সক্ষম হয় তাহলে সেদেশের অর্ধেক লোকের আয় কমপক্ষে ৫০% বেড়ে যাবে।


ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জুনাইদ আহমদ বুধবার এক প্রতিবেদন প্রকাশকালে এসব কথা বলেন। তিনি বলেন, ভারত সরকার মাথাপিছু আয় বাড়ার ব্যাপারে আশাবাদী।


তিনি বলেন, বিশ্বব্যাংক আগামী পাঁচ বছরে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খাতে ভারতকে দুই হাজার কোটি থেকে আড়াই হাজার কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছে। দেশটির সর্বাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করাই এর লক্ষ্য।


জুনাইদ আহমদ বলেন, ভারতের প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরেই দৃঢ়, স্থিতিশীল ও প্রাণবন্ত। দেশটির এখন দরকার আরো প্রবৃদ্ধি অর্জনের জন্য এর সীমিত ভূমি, জল ও আর্থিক সম্পদের সংস্কার করা, যাতে এসবের সদ্ব্যবহার হয়।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com