শিরোনাম
ভুয়া সংবাদের বিরুদ্ধে ফেইসবুকের পরিকল্পনা নিয়ে সংশয়
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৮:৩৮
ভুয়া সংবাদের বিরুদ্ধে ফেইসবুকের পরিকল্পনা নিয়ে সংশয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জরিপ চালিয়ে ভুয়া সংবাদের বিরুদ্ধে সম্প্রতি ফেইসবুক কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়ার যে পরিকল্পনা করেছে, তার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।


সম্প্রতি ফেইসবুকের প্রতিষ্ঠাতা-নির্বাহী মার্ক জাকারবার্গ এক পোস্টে উল্লেখ করেন, নিউজফিডে ভাসমান সংবাদের উৎসের যথার্থতার ব্যাপারে নিশ্চিয়তা দিতে চান তিনি। নিশ্চিত করতে চান সংবাদগুলো 'মানসম্পন্ন ও বিশ্বাসযোগ্য'।


তিনি লিখেন, বর্তমান বিশ্বে অনেক বেশি সংবেদনবাদিতা, মিথ্যা তথ্য প্রদান ও মেরুকরণ চলছে। সোশ্যাল মিডিয়া মানুষকে দ্রুততম সময়ে তথ্য বিস্তারে সক্ষম করে যা আগে কোনোকালেই হয়নি। কিন্তু যদি এ সমস্যা সামলাতে না পারি তবে এই সম্প্রসারণের ইতি টানবো আমরা।


জাল তথ্যের বিরুদ্ধে জাকারবার্গের এই লড়াই ফেইসবুক ব্যবহারকারীকে তথ্যের উৎসের ব্যাপারে প্রশ্ন করার দাবি রাখে। এ উদ্দেশে কর্তৃপক্ষ এক জরিপ চালাতে যাচ্ছে, যদিও তার ফলাফল প্রকাশ করবে না তারা। তবে তারা আশা করছেন, অচিরেই একটা ভারসাম্য আনতে সক্ষম হবেন।


তবে এ পরিকল্পনার কার্যকারিতা নিয়ে নিজেদের আপত্তি ও সংশয়ের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া বিশ্লেষকরা।


প্রযুক্তি বিশ্লেষক ল্যারি মাগিদ বলেন, এই জরিপের ঝুঁকি হচ্ছে, সংবাদের যথার্থতা যাচাইয়ের পরিবর্তে এটিকে ব্যাক্তির পছন্দ-অপছন্দ, পূর্বসংস্কার বা বিশেষ অনুরাগ সম্পর্কিত মতামত জানতে হবে। আর সমাজের বিরাট একটা অংশ কোনো খবর পছন্দ করেছে তার মানে এই নয় যে খবরটা নির্ভরযোগ্য।


ওদিকে হিথার কেলি এই টুইটে লিখেছেন, লোকে যেসব উৎসে ভরসা করে সেসবই শেয়ার করে। জরিপেও তারা একই উত্তর দেবে।


সম্প্রতি ফেইসবুকে অগণিত ভুয়া খবর প্রচারের বিষয়টি বিশ্বব্যাপি আলোচনা-সমালোচনা ও উদ্বেগের জন্ম দেয়। সূত্র: আল-জাজিরা


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com