শিরোনাম
মালয়েশিয়ায় ৫০ অবৈধ বাংলাদেশি আটক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫
মালয়েশিয়ায় ৫০ অবৈধ বাংলাদেশি আটক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের চালানো এক অভিযানে ৫০ জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পূর্বের কালো তালিকাভুক্ত ছাড়াও নতুন করে অবৈধ পথে অনুপ্রবেশকারীদের আটক করে দেশটির কর্তৃপক্ষ।


পাশাপাশি এদিন 'এবং বাংলা' নামের ৪৩ বছর বয়সী এক মানবপাচার চক্রের হোতাকে আটক করা হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার রিঙ্গিত নগদ অর্থ জব্দ করেন দেশটির কর্মকর্তারা।


অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেন, কয়েক সপ্তাহের নজরদারির পর তার বিভাগের কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানেই আটককৃতদের পাওয়া যায় যাদের বেশিরভাগই অভিবাসন বিভাগের কালোতালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছায়। তারপর সেখান থেকে নৌকাযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে।


জানা যায়, মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করা অথবা কাজের অনুমোদন মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাদের অনেককে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। এ কারণেই কালো তালিকাভুক্ত ছিলেন তারা।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com