শিরোনাম
নিজেদের 'ম্যান' বসিয়েছি সৌদির শীর্ষ ক্ষমতায়: ট্রাম্প
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৮, ১৬:১৭
নিজেদের 'ম্যান' বসিয়েছি সৌদির শীর্ষ ক্ষমতায়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পর্শকাতর সব তথ্য নিয়ে সম্প্রতি প্রকাশিত মাইকেল ওলফের 'ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ' বইটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার বিক্রির জন্য বাজারে আসা বইটিতে পাওয়া গেছে আরো এক ভয়াবহ তথ্য।


ট্রাম্প এবং তার প্রায় দুই শতাধিক সহকর্মীর সাথে সাক্ষাৎকারের উপর রচিত ওই বইয়ের এক জায়গায় ট্রাম্পকে উদ্ধৃত করে দাবি করা হয়, সৌদি আরবের রাজনীতি এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে খুব স্পর্শকাতর একটা কথা বলেছিলেন তিনি। জানা যায়, সৌদি আরবের শীর্ষ ক্ষমতায় আমরা 'আমাদের ম্যান' বসিয়েছি বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সিংহাসনের উত্তরসূরি ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ৩১ বছর বয়সী পুত্র মোহাম্মদ বিন সালমানকে 'ক্রাউন প্রিন্স' এর মর্যাদা দেন বাদশা সালমান। বইটির দাবি মোতাবেক, পরাশক্তি আমেরিকার অঙ্গুলি নির্দেশেই এ রদবদলটি হয়েছে।


প্রেসিডেন্ট ট্রাম্পের ইহুদি জামাতা আইনজীবী জেরাড কুশনার ক্রাউন প্রিন্স বিন সালমানের ঘনিষ্ট বন্ধু। সৌদি রাজতন্ত্রের প্রথা ভেঙে গত বছর বিন সালমানের আকস্মিক ওই পদোন্নতি সবাইকে হতবাক করে দেয়।


মাত্র এর মাস খানেক আগেই ট্রাম্প সৌদি আরব সফর করেন এবং দেশটির সাথে ১১০ বিলিয়ন ডলারের এক অস্ত্র চুক্তি করেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এ চুক্তির মধ্যস্ততা করেন ট্রাম্প জামাতা জেরাড কুশনার।


বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বহুদিন ধরেই জানিয়ে আসছেন, মুসলিম আবেগকে কাজে লাগিয়ে টিকে থাকা সৌদি রাজতন্ত্র পরাশক্তি আমেরিকার পুতুল মাত্র। তাই বিন সালমানের ওই পদোন্নতি বা তাকে ট্রাম্পের 'নিজেদের ম্যান' বলে উল্লেখ করাটা খুবই বিশ্বাসযোগ্য একটা ব্যাপার। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এএফপি, প্রেস টিভি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com