
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি খুব শিগগিরই হবে বলে আশা ব্যক্ত করেচছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
স্থানীয় সময় রবিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “গাজা নিয়ে আমরা আলোচনা করছি, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যেই বিষয়টি সমাধান হবে।”
ট্রাম্প অবশ্য আগেই জানিয়েছিলেন, ইসরায়েল একটি ৬০ দিনের যুদ্ধবিরতি মেনে নিয়েছে, যা কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাসের কাছে উপস্থাপন করা হয়। হামাস ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে, তারা যুদ্ধবিরতি কার্যকর ও বন্দি বিনিময়ের আলোচনায় আগ্রহী।
যদিও ইসরায়েল দাবি করে, হামাসের দেওয়া কিছু সংশোধন “অগ্রহণযোগ্য”, তবুও ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় আলোচনায় অংশ নিতে গেছে। দোহায় চলমান আলোচনায় মূলত ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতি, জীবিত ১০ জন এবং মৃত ১৮ জন ইসরায়েলি বন্দির মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যৎ সংলাপ নিয়েই আলোচনা চলছে।
তবে সবচেয়ে বড় বাধা হলো, গাজার চারপাশে ইসরায়েলি ‘বাফার জোন’ নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ইসরায়েলের অনড় অবস্থান।
আর তাই এমন অবস্থায় যদি যুদ্ধবিরতি কার্যকর হয়, তাহলেও ইসরায়েল রাফাহ শহরে সেনা অবস্থান বজায় রাখবে এবং সেখানে একটি “সংগ্রহ শিবির” গড়ে তোলার পরিকল্পনা করেছে। আর এর উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর চেষ্টা করা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]