
বাগেরহাটের ফকিরহাটে ২০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে ঢাকাগামী পরিবহন হতে তাকে আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক কামাল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
১৪ জুলাই, সোমবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রেস ব্রিফিংয়ে জানান, সাতক্ষীরা থেকে ইয়াবার একটি বড় চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে চেকপোস্ট স্থাপন করে। রবিবার দিবাগত রাত আড়াইটায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা পরিবহনের একটি এসে পৌঁছালে বাসে তল্লাশি চালানো হয়। এসময়ে বাসের বক্সের ভেতরে কালো রঙের প্লাস্টিকের ক্যারেটের নিচে আমের ভিতর পলিথিনে মোড়ানো ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
তিনি জানান, আটক কামাল হোসেনের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]