
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) বার্তাসংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ধারাবাহিক হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন।
এছাড়া গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে কমপক্ষে ১ হাজার ৩০৯ জন নিহত এবং ৩ হাজার ১৮৪ জন আহত হয়েছে, যা ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]