ব্রুনাইয়ে ঈদের তারিখ ঘোষণা, রোজা হচ্ছে ২৯টি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৭:৩৯
ব্রুনাইয়ে ঈদের তারিখ ঘোষণা, রোজা হচ্ছে ২৯টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই। দেশটি জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে সোমবার ঈদ হলেও সেখানকার মানুষ রোজা রাখবেন ২৯টি। দেশটিতে পবিত্র রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ। সে হিসেবে কাল রমজানের ২৯তম দিন হবে। আর কাল সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই।


ব্রুনাইয়ে ২৯টি রোজা হলেও প্রথম দেশ হিসেবে ঈদের ঘোষণা দেওয়া অস্ট্রেলিয়ায় রমজান মাসটি ৩০দিন পূর্ণ করবে। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


তারা বলেছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষদের সঙ্গে আরও আলোচনার পর অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে। একইসঙ্গে পার্থে একইদিন সন্ধ্য ৬টা ৫৭ মিনিটে সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু দুটি শহরেই সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে। সে হিসেবে পরেরদিন শাওয়াল মাসের প্রথমদিন হওয়া সম্ভব নয়।


অর্থাৎ— রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ৩০ মার্চ হবে ১৪৪৬ হিজরি সনের রমজানের শেষদিন। আর শাওয়ালের প্রথম ও ঈদের দিন হবে ৩১ মার্চ সোমবার।


এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সন্ধ্যার পর ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের সব দেশের মানুষকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। তবে জ্যোতির্বিদরা বলছেন, আজ শনিবার মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব। তবে শেষ মুহুর্তে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হবে এবং দেশগুলোর সরকার আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেবে।


সূত্র: গালফ নিউজ


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com