ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের অবসানের খবরকে স্বাগত জানিয়েছেন। লেবাননের সরকার, জাতি ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃঢ় সমর্থনের ওপর পুনরায় জোর দিয়েছেন।
২৭ নভেম্বর, বুধবার সকালে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি গাজা ও লেবাননের বিরুদ্ধে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে ইরানের অবিচল অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরান গত ১৪ মাসে এই লক্ষ্য অর্জনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ-উন্মাদনা এবং অপরাধের ফলে অন্তত ৬০ হাজার নিরীহ মানুষ শহীদ এবং ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
এছাড়াও ফিলিস্তিন এবং লেবাননের সাড়ে তিন লাখেরও বেশি নির্যাতিত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেইসঙ্গে গাজা উপত্যকা ও লেবাননের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। আমেরিকাসহ কিছু ইউরোপীয় সরকারের পূর্ণ মদদে ইসরায়েল অপরাধযজ্ঞ চালিয়ে যাবার সাহস পাচ্ছে।
বাকায়ি আরও বলেন, গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক জারি করা অস্থায়ী আদেশ এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইহুদিবাদী নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে, বিশ্ব জনমত এখন দখলদার অপরাধীদের বিচার ও শাস্তির অপেক্ষা করছে। বিশ্ব জনমত গত ১৪ মাসে যুদ্ধের নামে গণহত্যা, শিশুহত্যা, জাতিগত শুদ্ধি অভিযান বন্ধের আহ্বান জানিয়ে এসেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পশ্চিম এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসার ওপর জোর দেন এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে আগ্রাসী ইহুদিবাদীদের ওপর কার্যকর চাপ প্রয়োগ করারও আহ্বান জানান। সূত্র: পার্সটুডে
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]