
ভারতের ওড়িশার সুন্দরগড় জেলায় যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই দীপাবলি উপলক্ষে কীর্তন পার্টি থেকে ফিরছিলেন।
শনিবার (২ নভেম্বর) ভোরে হেমগিরি থানার সীমানার অন্তর্গত গাইকানাপালি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, হেমগিরি থানার সীমানার অন্তর্গত গাইকানাপালি এলাকার কাছে যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, দুর্ঘটনায় একটি কীর্তন দলের ছয় সদস্য ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন আরও পাঁচজন। হয়তো ওই এলাকায় কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে একটি কীর্তন অনুষ্ঠানের জন্য চকপ্লাই গ্রামে গিয়েছিল এবং তাদের গ্রামে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা জেলার কান্দাগোদা ও সমরপিন্দা গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]