স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৪:২৭
স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ২০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় সবাই ভ্যালেন্সিয়া শহরে। সেখানে অন্তত ২০২ জনের মুত্যু হয়েছে। অন্য দুই অঞ্চলে মারা গেছে আরও তিনজন। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে।


বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভ্যালেন্সিয়ায় নিখোঁজদের অনুসন্ধান এবং জীবিতদের সহায়তা করার জন্য প্রায় ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।


বন্যায় বেশ কিছু সেতু ধ্বংস হয়েছে, বিভিন্ন শহর কাদা পানিতে ঢেকে গেছে। পানি, বিদ্যুৎ ও খাদ্য সংকটে থাকা অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিবাসীদের অনেকেই বলছেন, স্থানীয় কর্তৃপক্ষ আরও দ্রুত বন্যার ঝুঁকির সতর্কতা দিলে হয়তো আরও প্রাণ বাঁচানো যেত।


ভেলেন্সিয়ার আলদাইয়া শহরের জুয়ান গনজালেস বিবিসিকে বলেছেন, সেখানে মারাত্মক ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি বলেন, এই এলাকায় বন্যার প্রবণতা আছে। এটা দুঃখজনক যে আমাদের স্থানীয় সরকার বন্যা আসছে জেনেও কোনো পদক্ষেপ নেয়নি।


গত মঙ্গলবার আট ঘণ্টার প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমান বর্ষণ হয়েছে ওই আট ঘণ্টায়।


ইউরোপের আবহাওয়াবিদদের মতে, স্মরণকালের ইতিহাসে ইউরোপে যত বিধ্বংসী বন্যা হয়েছে, সেসবের মধ্যে স্পেনের বন্যা অন্যতম।


১৯৭০ এর দশকের পর এটিই ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী বন্যা। ১৯৭০ সালে রোমানিয়ায় বন্যায় ২০৯ জনের মৃত্যু হয়েছিল। তারপর স্পেনে এই বন্যায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হল।


আবহাওয়াবিদরা বিধ্বংসী এই বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। তবে স্পেনের বিরোধী রাজনীতিবিদরা সরকারের সমালোচনা করছেন। তাদের অভিযোগ, সরকার সঠিক সময়ে সতর্কবার্তা দেয়নি এবং উদ্ধার তৎপরতায়ও দেরি করেছে। সূত্র: বিবিসি


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com