
ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজির আগুনে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- তানিয়া মিস্ত্রী (১১), ইশান ধারা (৩) ও মমতাজ খাতুন (৫)। এছাড়াও মনীষা খাতুন নামে দগ্ধ একজন আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিপূজা উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজি পুড়িয়ে আনন্দ করছিল শিশু-কিশোররা। হঠাৎ আতশবাজির আগুন পাশের একটি বাড়িতে গিয়ে পড়ে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে সবাই বের হতে পারলেও তিন শিশু বের হতে পারে না। আগুনে ঝলসে যায় তিনজন।
এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আতশবাজির আগুন কীভাবে বাড়িতে ছড়িয়ে পড়লো এবং এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]