লিবিয়া থেকে ফিরলেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৩
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ অনিয়মিত বাংলাদেশি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লিবিয়া থেকে ১৫০ জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসন করেছেন। শুক্রবার সকাল সোয়া ৯টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে তারা ঢাকায় ফেরেন।


এসব নাগরিক বৈধভাবে কাজে গেলেও ভিসার মেয়াদ শেষ হওয়ায় ‘অনিয়মিত’ হয়ে পড়েছিলেন। তারা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রত্যাবাসন করা প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।


প্রসঙ্গত, এর আগে চলতি মাসেই লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ১৫৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com