
মিসিসিপির ভিকবার্গের পূর্বাঞ্চলে বাস উল্টে ছয় বছরের শিশু ও তার ষোলো বছর বয়সী বোনসহ ৭ জন নিহত হয়েছেন। ওই দুজনকে তাদের মা চিহ্নিত করেছেন। বাকিদের পরিচয় সনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ।
দেশটির কর্মকর্তা ডগ হাস্কি এ তথ্য জানিয়েছেন।
মিসিসিপি হাইওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভলভো নামের একটি বাণিজ্যিক বাস যাত্রী পরিবহনকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় উল্টে যায়।
বাস দুর্ঘটনায় আহত ৩৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে চালকের সহকারী ছিল না। বাসটিতে যেসব যাত্রী ছিলেন তাদের অধিকাংশ ল্যাটিন আমেরিকার বাসিন্দা।
ওয়ারেন কান্ট্রি সেরিফ মার্টিন পেস এবিসি অ্যাফিলিয়েটকে বলেন, যে কোনো সময়ই মানুষ আহত বা নিহত হতে পারে। এমন ঘটনা সব সময়ই বেদনার। তবে দুর্ঘটনার বড় ধরনের মৃত্যুর ঘটনা ঘটলে সেটি আরও বেদনাদায়ক।
এদিকে দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনায় নিহতদের কারো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]