সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
প্রকাশ : ২৪ মে ২০২৫, ২২:০৭
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে ডাকা সংবাদ সম্মেলনে একরকম আশাহতই হতে হয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে। যেমনটা আশা করেছিলেন, সাংবাদিক উপস্থিতি তেমনটা না হওয়ায় সংবাদ সম্মেলনটি দ্বিতীয়বারের স্থগিত করা হয়েছে।


শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সংবাদ সম্মেলনটি ।


জানা গেছে, নির্ধারিত সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক হাজির হন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার ডাকা এ সংবাদ সম্মেলনে। এজন্য আরও প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন তিনি। কিন্তু, সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষার পরও আর কোনো সাংবাদিক না আসায় সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।


এর আগে, ওই সংবাদ সম্মেলনটি গত বৃহস্পতিবার দুপুর ২টায় হওয়ার কথা ছিল। তবে, সেদিন “অনিবার্য” কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ।


এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বলেন, সাংবাদিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় দ্বিতীয়বারের মত সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হলো। পরে নতুন তারিখ ঠিক হলে, তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com