রাজবাড়ীতে স্থানীয় ডাকাত দলের ৫ সদস্য আটক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ২৩:০৬
রাজবাড়ীতে স্থানীয় ডাকাত দলের ৫ সদস্য আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে স্থানীয় কুখ্যাত ‘মজনু গ্রুপ’ এর পাঁচ সক্রিয় সদস্যকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জামসহ আটক করেছে যৌথ বাহিনী।


শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাওরাইল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।পরে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আটককৃতরা হলেন সাওরাইল ইউনিয়নের চর-জামালপুর গ্রামের মো. মজিবুর রহমান(৪৬), সাজেদা বেগম (৪২), আবু সায়েম(৩২), মো. সুলতান আলী মোল্লা (৩০), জসিম মণ্ডল (৩২)।


অভিযানের সময় আটককৃত মো. মজিবুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি ৯ মি.মি. পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ওয়ান শুটার বন্দুক, ২টি ছুরি, ১টি হকি স্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল উদ্ধার করা হয়।


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এবং কালুখালী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয়ভাবে কুখ্যাত ‘মজনু গ্রুপ’-এর সদস্যদের টার্গেট করে জামালপুর ইউনিয়নের সাওরাইল গ্রামে এই অভিযান চালানো হয়।


যৌথ বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি এবং সশস্ত্র ডাকাতি করে আসছিল।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com