
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (১৬) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। সে নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার উমরপুর বড়পুকুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইমরান সহ একদল শ্রমিক কাজের জন্য বাড়ী থেকে ভটভটি নিয়ে রওনা হয়। ঘটনাস্থলে পৌছিলো সে ভটভটি থেকে নিজের মাথা হেলে ভটভটির টাকা চেক করছিলেন । এসময় রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ইমরানের মাথা ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ইমরান নিহত হয় । এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র বলেন, রোড এক্সিডেন্টের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]