
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
শনিবার (২৪ মে) রাত ৯টার পরে বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে রাত ৮টার পরে এনসিপি নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। এনসিপি নেতাদের আগে জামায়াতের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান।
এনসিপির প্রতিনিধি দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এনসিপি নেতারা। এদিকে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত এবং এনসিপির বৈঠক ঘিরে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ভিড় লেগে আছে। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দল-সংগঠনের বৈঠকের কথা রয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]