আর্জেন্টিনার নব-নির্বাচিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৮:১৩
আর্জেন্টিনার নব-নির্বাচিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডানপন্থি উদারবাদী রাজনীতিবিদ হাভিয়ের মিলেই আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় ১৯ নভেম্বর, রবিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোটের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। সেখানে দেখা গেছে, হাভিয়ের মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী সের্গিও মেসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।


ব্যাপক মূল্যস্ফীতি এবং সৃষ্ট অর্থনৈতিক মন্দা এবং বাড়তে থাকা দারিদ্রের চাপে বিপর্যস্ত আর্জেন্টিনায় নির্বাচনের শুরু থেকেই খানিকটা সুবিধাজনক অবস্থানে ছিলেন হাভিয়ের।


কিন্তু তারপরও তার ৫৬ শতাংশ ভোট অর্জনকে ‘আশার চেয়েও বেশি’ বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকদের অনেকেই।


চলতি বছর জাতীয় নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে আর্জেন্টিনার ঘরোয়া রাজনীতিতে পেরোনিস্ট পার্টির গত ৮৩ বছরের আধিপত্যের অবসান ঘটিয়েছেন জেভিয়ার মিলে।


নির্বাচনের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিকল্পে বেশ কিছু পরিকল্পনা, অর্থনৈতিক শক থেরাপির প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরিকল্পনার মধ্যে - কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করে দেওয়া, মুদ্রা হিসেবে পেসোকে বাতিল বা সংস্কার করা এবং সরকারি ব্যয় কমানো প্রতিশ্রুতির অন্যতম। অর্থনৈতিক কারণে সংক্ষুব্ধ থাকা ভোটারদের অনুরণিত করেছিল, যা তাঁর জয়ের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে।


আর্জেন্টিনার একজন শিক্ষার্থী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা এখানে ঐতিহাসিক বিজায় উদ্‌যাপন করতে এসেছি। আমি সত্যিই খুব আনন্দিত। হাভিয়ের মিলেই ইতিবাচক পরিবর্তনের প্রতীক। মেসা আসলে আমাদেরকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নেতৃত্ব দিতে পারতেন না, এখন আমরা আমাদের নেতাকে পেয়ে গেছি।’


অপরদিকে, ভোটের পরাজিত প্রার্থী সের্গিও মেসার সমর্থক এবং স্কুলশিক্ষিকা সুসানা মার্টিনেজ বলেন, ‘জেভিয়ারের নীতির কথা ভাবলে আমরা আতঙ্কিত হয়ে উঠি।’


বিবার্তা/মাসুদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com