গাজা থেকে ফিরলেন আরও ১১৭ রুশ নাগরিক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৭:০৯
গাজা থেকে ফিরলেন আরও ১১৭ রুশ নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবরুদ্ধ গাজা থেকে মিশরের রাফা ক্রসিং দিয়ে কায়রো এসে সেখান থেকে বিশেষ বিমানে করে আরও ১১৭ রুশ নাগরিক নিজ দেশে ফিরেছেন।


২০ নভেম্বর, সোমবার রাশিয়ার জরুরি ব্যবস্থপনা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


শনিবার তাদের রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিশর আনা হয়। জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি আইএল-৭৬ বিমান ১১৭ জনের রুশ দলটিকে নিয়ে কায়রো থেকে উড্ডয়ন করে মস্কোর ডোমোদেডোভো বিমানবন্দরে অবতরণ করে। তাদের সঙ্গে মন্ত্রণালয়ের চিকিৎসক ও মানসিক চিকিৎসক ছিলেন। বিমানের মধ্যেই তাদের চিকিৎসা সেবা শুরু করেন চিকিৎসক ও মানসিক চিকিৎসক।


উল্লেখ্য, গত ১২ নভেম্কার থেকে কয়েক দয়ায় ৫৫০ জন রুশ নাগরিককে গাজা থেকে উদ্ধার করে রাফা ক্রসিং দিয়ে মিশর আনা হয়েছে।এদের মধ্যে ২৩০টি শিশুও রয়েছে।মিশর থেকে এ পর্যন্ত চার দফায় বিশেষ বিমানে করে ৪০৮ জনকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে।


এর আগে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গাজায় সহস্রাধিক রুশ নাগরিক আটকা পড়ে আছেন।পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com