মধ্যপ্রাচ্যে শান্তি ফিরাতে সহায়তা করতে চায় চীন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৫:৩৮
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরাতে সহায়তা করতে চায় চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেইজিং মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে সহায়তা করতে ইচ্ছুক বলে জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আসুন আমরা গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং মধ্যপ্রাচ্যে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি পুনরুদ্ধার করতে একসাথে কাজ করি।


২০ নভেম্বর, সোমবার আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির কূটনীতিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।


ওয়াং আরও বলেন, গাজায় একটি মানবিক বিপর্যয় ঘটছে যা বিশ্বের সমস্ত দেশকে প্রভাবিত করে। সঠিক ও ভুলের মানবিক বোধ এবং মানবতাকে প্রশ্নবিদ্ধ করে।


ওয়াং-ইকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে।


সৌদি আরব, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, প্যালেস্টাইন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের কর্মকর্তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে আরও মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়ে একটি সফরের অংশ হিসাবে চীনে রয়েছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com