বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে মিয়ানমারের ‘যুদ্ধবিমান’ বিধ্বস্ত
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৮:৫৪
বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে মিয়ানমারের ‘যুদ্ধবিমান’ বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে দেশটির বিদ্রোহী একটি গোষ্ঠীর সাথে সামরিক বাহিনীর সংঘর্ষের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কায়াহ রাজ্যে গুলি চালিয়ে বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে ওই গোষ্ঠীটি।


১২ নভেম্বর, রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির সেনাবাহিনী ও কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) মধ্যে লড়াইয়ের সময় থাইল্যান্ড সীমান্তের কাছে কায়াহ রাজ্যে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।


তবে জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এমআরটিভিকে বলেছেন, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এসময় পাইলটরা নিরাপদে বেরিয়ে এসেছেন এবং সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করেছেন।


মিয়ানমারের সামরিক বাহিনী যখন দেশটির একাধিক ফ্রন্টে বিরোধী ও বিদ্রোহী শক্তিগুলোর সাথে লড়াই করছে ঠিক সেই সময় যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনা ঘটলো।


বর্তমানে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে দেশটির জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং জান্তা বিরোধী মিলিশিয়ারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নজিরবিহীন সমন্বয়ের মধ্যেই জান্তাবিরোধী ও বিদ্রোহীদের লড়াই চলছে।


এদিকে সেনা সমর্থিত দেশটির প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন, বিদ্রোহ আরও কার্যকরভাবে মোকাবিলায় ব্যর্থতার কারণে মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।


বিদ্রোহী জোট দাবি করেছে, তারা ১০০টিরও বেশি সেনা ঘাঁটি দখল করেছে। শান রাজ্যের পশ্চিমে মধ্য মিয়ানমারের সাগাইং অঞ্চলের শহরেও হামলা চালানো হয়।


রয়টার্স বলছে, চীনের সীমান্তবর্তী উত্তর-পূর্বে শান রাজ্যে চলমান সংঘাতে অন্তত ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিদ্রোহীদের সাথে সামরিক বাহিনীর সংঘাতে রাজ্যের বাণিজ্যিক পথও বন্ধ হয়ে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়।


ফলে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের নাগরিকসহ শত শত বিদেশি কর্মী এই সহিংসতার মাঝে আটকা পড়ে আছে। অনেকেই মানব পাচারের শিকার হয়েছেন।


থাই পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১১ নভেম্বর) বলেছে, পরিস্থিতি অনুকূলে থাকলে তাদের ২০০ জন নাগরিককে যত দ্রুত সম্ভব মিয়ানমার থকে সরিয়ে নেয়া হবে।


এর আগে গত মাসে তিনটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীগোষ্ঠী জান্তাবিরোধী অভিযান শুরু করার পর থেকে কয়েকটি শহর বিদ্রোহীদের দখলে গেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com