মসজিদে গিয়ে তোপের মুখে জাস্টিন ট্রুডো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৫:২৫
মসজিদে গিয়ে তোপের মুখে জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মসজিদে গিয়ে তোপের মুখে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইসরায়েলের সমর্থনকারী হওয়ায় শুনলেন মুসল্লিদের দুয়োধ্বনি। খবর টরোন্টো সানের।


শুক্রবার (২০ অক্টোবর) টরোন্টোর এক মসজিদে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় জাস্টিন ট্রুডোকে। এদিন গণমাধ্যমকে না জানিয়েই মসজিদটিতে যান ট্রুডো। নামাজ শেষে মসজিদে ইমামের পাশে দাঁড়াতেই ‘শেইম অন ইউ’ আওয়াজ তোলেন মুসল্লিরা। মুসল্লিদের ক্ষোভের মুখে একপর্যায়ে বের করেই দেয়া হয় তাকে। বাইরে গিয়েও শুনতে হয় ক্ষুব্ধ মুসলিমদের নিন্দা-শ্লোগান।


মসজিদে গিয়ে ট্রুডোর এই বিব্রত দশার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কানাডার বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয় এই সংবাদ। পরবর্তীতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মুসলিম কমিউনিটির প্রতি সহমর্মিতা জানাতে মসজিদে গিয়েছিলেন ট্রুডো।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com