ওআইসির জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:০০
ওআইসির জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে সৌদি আরবে বিশেষ জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ আমন্ত্রণ জানায় সংস্থাটি। বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব।


আট দিনের যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত ও অসংখ্য স্থাপনা, বেসামরিক আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার পর এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সে অনুযায়ী আগামী বুধবার বৈঠক বসবে। ইসলামিক সামিটের বর্তমান চেয়ারম্যান এবং ওআইসির নির্বাহী কমিটির চেয়ারম্যান সৌদি আরব। তারা এবার গাজায় সামরিক অভিযান এবং একে কেন্দ্র করে অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রীপর্যায়ে উন্মুক্ত এ বৈঠক আহ্বান করেছে। সভায় গাজায় সামরিক সংঘাত বৃদ্ধি ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করবে সংস্থাটি।


৫৭ সদস্যের মুসলিম ব্লকের এই সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা গাজা ইস্যুতে আলোচনা করবেন।


ওআইসি এক বিবৃতিতে বলেছে যে, বৈঠকটি গাজা এবং এর পরিবেশের ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতির পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করে এমন অবনতিশীল পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হবে।


আগামী বুধবার জেদ্দায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আট দিন ধরে চলমান এই সংঘাতে অন্তত ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ হাজার ৬৯৬ জন। আর ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০০। আহত আছেন ৩ হাজার ৪০০ জন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com