কিয়েভে মিসাইল নিক্ষেপ করল রাশিয়া
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:২১
কিয়েভে মিসাইল নিক্ষেপ করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের রাজধানীতে জোরাল হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে কিয়েভে কয়েক দফা মিসাইল নিক্ষেপ করে সেনারা।


জেলেনস্কি প্রশাসনের দাবি, এদিন বেশিরভাগ হামলা প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, শহরে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশের প্রাণকেন্দ্র ছাড়াও বন্দর নগরীতেও অব্যাহত রয়েছে রুশ হামলা।


মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে ইজমাইল বন্দরে টানা তিন ঘন্টা ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন। এদিকে, বাখমুতের আশপাশের আরও কিছু রুশ দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। গত এক সপ্তাহে তিন বর্গকিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।


উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেনের তুমুল লড়াইয়ের মাঝেই কিয়েভে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন। বুধবার ইউক্রেনের রাজধানীতে পৌঁছান এ নেতা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com