উত্তর কোরিয়াকে হুমকি যুক্তরাষ্ট্রের
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:১২
উত্তর কোরিয়াকে হুমকি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর কোরিয়া যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তবে তার জন্য চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা দফতরের খবর, চলতি মাসেই উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন রাশিয়া সফরে যেতে পারেন। তারই জেরে উত্তর কোরিয়াকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের বক্তব্য, বার্তা নয়, সরাসরি আক্রমণের হুমকি দিয়েছে হোয়াইট হাউস।


মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনায় অস্ত্র সংক্রান্ত বিষয়গুলো স্থান পাবে।


হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক নীতি মেনে চলতে হবে। তারা কখনোই অন্য কোনো রাষ্ট্রকে অস্ত্র বেচতে পারে না। রাশিয়াকে অস্ত্র বেচার অর্থ নিরাপরাধ ইউক্রেনীয়দের হত্যায় শামিল হওয়া। উত্তর কোরিয়া এমনটি করলে ফল ভুগতে হবে।


হোয়াইট হাউসের এনএসএ জেক সুলিভান সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর কোরিয়া ইতিমধ্যেই বিশ্বের মঞ্চে কোণঠাসা। তাদের কার্যত কোনো বন্ধু নেই। এই পরিস্থিতিতে রাশিয়াকে অস্ত্র বেচলে কঠিন দাম দিতে হবে।


সুলিভানের কথায়, আমরা যা খবর পেয়েছি, তাতে কিম জং উন মস্কো গিয়ে পুতিনের সঙ্গে দেখা করবেন বলেই জানা গেছে। এমনটি করলে তার ফল ভালো হবে না।


গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাশিয়াও এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।


বস্তুত, ক্রেমলিনের বক্তব্য, কিমের আসার বিষয়ে তারা এখনও পর্যন্ত কোন খবর পায়নি। তবে, খবরটিকে ভুয়া বলে উড়িয়েও দেয়নি তারা।


২০২০ সালে দেশের সীমান্ত সিল করে দিয়েছিলেন কিম। এরপর দেশে কাউকে ঢুকতেও দেননি, নিজেও অন্য কোন দেশে যাননি। ফলে ২০২০ সালের পর এই প্রথম অন্য দেশে বৈঠক করতে যাবেন কিম। এর আগে ২০১৯ সালে প্রথমবার মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন কিম। তার দুই মাস আগে ট্রাম্পের সঙ্গে পরমাণু চুক্তি ভেস্তে গেছে তার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com