খার্তুমে বিমান হামলায় দুই শিশুসহ নিহত অন্তত ২০
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫
খার্তুমে বিমান হামলায় দুই শিশুসহ নিহত অন্তত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় দুটি শিশুসহ অন্তত ২০ জন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে জানিয়েছেন বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান।


রবিবার (৩ সেপ্টেম্বর) এ হামলা চালায় বিমানবাহিনী। দেশটির মানবাধিকার কর্মীরা এ তথ্য জানান।


স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।


এর আগে, এক বিবৃতিতে সংস্থাটি বলেছিল, বোমা হামলায় নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বোমার আঘাতে মরদেহগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।


চলতি বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ।


বর্তমানে রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝে মাঝে বিমান হামলা চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।


পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত দিক বিবেচনা করে হত্যা করেছে বলে আধাসামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আরএসএফের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে।


অপরদিকে, সেনাবাহিনীর বিরুদ্ধেও রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় অন্তত ২৪ জন মানুষ নিহত হয়েছেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com