পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, নিহত ১৭৫
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১৮:৫৫
পাকিস্তানে ফের ভয়াবহ বন্যা, নিহত ১৭৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এক লাখেরও বেশি মানুষ।


পাঞ্জাব প্রদেশের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।


পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর পানিরস্তর এতটা বাড়েনি।


পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে বন্যার পানি আরো বাড়তে পারে। গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন।


রবিবার শতদ্রু নদীর পানি অনেক এলাকা ভেসে গেছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতের পাঞ্জাবে বাঁধ দিয়ে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা সৃষ্টি হয়েছে। শতদ্রু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দিয়েই বইছে।


উল্লেখ্য, ২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এক হাজার ৭৩৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com