ব্রিকস সম্মেলন:
ডলারের আধিপত্য কমানোর ওপর জোর দিয়েছেন পুতিন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৫:৪৫
ডলারের আধিপত্য কমানোর ওপর জোর দিয়েছেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ববাণিজ্যে মার্কিন মুদ্রা ডলারের আধিপত্য কমানোর ওপর জোর দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে।


দক্ষিণ আফ্রিকার দেশ জোহানেসবার্গে শুরু হওয়া পাঁচ দেশের জোট ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট) শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি।


২২ আগস্ট, মঙ্গলবার এই জোটের তিনদিনের সম্মেলন শুরু হয়েছে। আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকায় পুতিন ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেন।


রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের অর্থনৈতিক সম্পর্ককে ডলারমুক্ত করার লক্ষ্য গতিশীলতা লাভ করেছে। জোটের সদস্যরা ডলার বাদ দিয়ে জাতীয় মুদ্রায় বাণিজ্য করার বিষয় নিয়ে আলোচনা করবে। আর তাতে ব্রিকসের ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার জন্য অভিন্ন ব্রিকস বাণিজ্য মুদ্রা চালু করা হবে একমাত্র লক্ষ্য। এসময় তিনি এই জোটে শরিক হওয়ার দেশগুলোকে আহ্বান জানান।


তিন দিনের সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে আলোচনা হবে।


শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোজার আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ৫০টি দেশের নেতারা উপস্থিত হয়েছেন। সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল।


ব্রিকসভুক্ত দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার ৪০ ভাগের প্রতিনিধিত্ব করছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com