রাশিয়ার বিরুদ্ধে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করতে চান জেলেনস্কি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১৪:৩৭
রাশিয়ার বিরুদ্ধে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করতে চান জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণের পরিকল্পনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


৪ জুলাই, মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তিনি বলেছেন, ‘রাশিয়া মস্কো-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘বিপজ্জনক উসকানির’ পরিকল্পনা করছে।’ ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, রাশিয়া প্লান্টে ‘বিস্ফোরকের মতো বস্তু স্থাপন করেছে।’


এর আগে, ইউক্রেনের সেনাবাহিনী বিস্ফোরক স্থাপন সম্পর্কে সতর্ক করে জানায়, সাইটে ‘তৃতীয় এবং চতুর্থ চুল্লির বাইরের ছাদে বিস্ফোরক ডিভাইসের মতো বাহ্যিক বস্তু স্থাপন করা হয়েছে।’


বিবৃতিতে বলা হয়, ‘তাদের বিস্ফোরণে বিদ্যুতের ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হবে না, তবে ইউক্রেনের দিক থেকে গোলাগুলির একটি অভিযোগ আসতে পারে।’ মস্কো ‘এটি সম্পর্কে ভুল তথ্য দেবে’ বলে ইউক্রেন অভিযোগ করেছে।


এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আবারও অস্ত্র চেয়েছেন তিনি। এমনকি গত জুনের পাল্টা আক্রমণ আরও আগে শুরু করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। তবে চলমান অভিযানে কিয়েভের এফ-১৬ যুদ্ধবিমানের সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন ন্যাটোর সামরিক কমিটির সভাপতি।


৩ জুলাই, সোমবার এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর সামরিক কমিটির সভাপতি এডমিরাল রব বোয়ার জানান, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু স্বল্প মেয়াদে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সমাধান আসার সম্ভাবনা কম।


রব বোয়ার আরো জানান, ইউক্রেনের পাল্টা হামলা শেষ হওয়ার আগে বৈমানিক ও রক্ষণাবেক্ষণের কাজে জড়িত ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজটিও শেষ হবে না।


ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত জানান, যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনায় ইউক্রেনীয় বৈমানিকদের প্রশিক্ষণ কার্যক্রম এখনো শুরু হয়নি। যেহেতু কিয়েভ পশ্চিমের ওপর সহযোগিতার জন্য নির্ভরশীল, তারা এ বিষয়টি নিয়ে খুব বেশি চাপ দিতেও আগ্রহী নয়।


এর আগে গত সপ্তাহে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে তাদের পাল্টা আক্রমণ ‘প্রত্যাশার চেয়ে ধীরগতির’ ছিল। এ বিষয়ে খুব নির্দিষ্ট করে কিছু না বললেও তিনি দাবি করেছিলেন, পাল্টা হামলায় ইউক্রেন ‘সব দিক দিয়ে’ অগ্রগতি করেছে। তবে পাল্টা আক্রমণে ইউক্রেনের সাফল্যও স্বীকার করেনি রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনের বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা।


বিবার্তা/আরমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com