বন্ধ হয়ে গেল ৩২০ বছরের পুরনো পত্রিকার প্রিন্ট সংস্করণ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১৫:৫৩
বন্ধ হয়ে গেল ৩২০ বছরের পুরনো পত্রিকার প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে বন্ধ হয়ে গেল অস্ট্রিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিয়েনাভিত্তিক জাতীয় দৈনিকা পত্রিকার ‘উইনার জেইতুংয়ের’ সর্বশেষ প্রিন্ট সংস্করণ।


৩২০ বছর বয়সী পত্রিকাটির প্রিন্ট সংস্করণ বন্ধ হলেও অনলাইন সংস্করণ চালু রয়েছে।


গত ২৭ এপ্রিল অস্ট্রিয়ার পার্লামেন্টে ‘উইনার জেইতুংয়ের’ প্রিন্ট সংস্করণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিন্ট সংস্করণ বন্ধ হলেও পত্রিকাটি সম্পূর্ণ অনলাইনে চলবে।


পার্লামেন্টের এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকাটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রিয়া সরকার এবং সংবাদপত্রটির মধ্যে দীর্ঘ বছর ধরে চলে আসা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হলো।


১৭০৩ সালে উইনারিস্খিস ডায়ারিয়াম নামে সংবাদপত্রটির প্রকাশ শুরু হয়। ১৭৮০ সালে এর নাম বদলে রাখা হয় উইনার জেইতুং। বেসরকারি পত্রিকাটিকে ১৮৫৭ সালে অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রাঞ্জ জোসেফ জাতীয়করণ করেন।


ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স জানিয়েছে, ২০০৪ সালে দ্য উইনার জেইতুংকে বিদ্যমান সবচেয়ে প্রাচীন পত্রিকাগুলোর একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com