ইউক্রেনকে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে জার্মানি
প্রকাশ : ১৪ মে ২০২৩, ১৫:৪৩
ইউক্রেনকে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী করতে ইউক্রেনকে প্রায় তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি। বার্লিনের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ অঙ্কের অস্ত্র-প্যাকেজ, প্রায় ২৭০ কোটি ইউরো যা প্রায় ৩ বিলিয়ন ডলার। গত বছর তারা ২২০ কোটি ইউরোর অস্ত্র দিয়েছিল।


জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তোরিয়াস একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন ‘‘রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। আমরা সকলে সেটাই আশা করি। যদিও দুর্ভাগ্যজনক ভাবে তেমন কোনও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই, জার্মানির পক্ষে যেটুকু সাহায্য করা সম্ভব, আমরা তা পাঠিয়ে যাব।’’


জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, নতুন অস্ত্র প্যাকেজে রয়েছে ৩০টি লেপার্ড-১ ট্যাঙ্ক, সশস্ত্র যুদ্ধযান, শত্রুর আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা রুখতে এয়ার ডিফেন্স সিস্টেম এবং নজরদারি ড্রোন।


জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিসটোরিয়াস বলেছেন, ইউক্রেনের এ মুহুর্তে সমরাস্ত্র কতটা জরুরি তা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং দ্রুত কিয়েভকে সহায়তার উদ্যোগ নিয়েছে বার্লিন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com