মার্কিন স্পর্শকাতর নথি ফাঁসকারী তরুণ গ্রেফতার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ১৬:২৩
মার্কিন স্পর্শকাতর নথি ফাঁসকারী তরুণ গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেন- রাশিয়া যুদ্ধ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপনীয় গোয়েন্দা নথি ফাঁসের অভিযোগে জ্যাক টেইসেইরা (২১) নামের এক তরুণকে গ্রেফতার করেছে দেশটির ক্রেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।


বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের নিজ বাড়ি থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে এ তথ্য জানায়।


গ্রেফতারের আগে জ্যাকের বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এফবিআইয়ের অস্ত্রধারী এজেন্টরা প্রথমে বাড়িটি ঘিরে ফেলেন, এর কিছুক্ষণের মধ্যেই শর্টস আর টি-শার্ট পরা জ্যাককে বেরিয়ে আসতে দেখা যায়।


এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড খবরের সত্যতা নিশ্চিত করেন ও গ্রেফতার তরুণের নাম পরিচয় প্রকাশ করেন।


জ্যাক মার্কিন বিমানবাহিনীতে কর্মরত ছিলেন।


জ্যাক ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বেশকিছু অতি গোপনীয় নথি ফাঁস করে দেন, যেখানে অসংখ্য স্পর্শকাতর তথ্য ছিল। এ ধরনের তথ্য ফাঁস করা অত্যন্ত গর্হিত অপরাধ বলে জানান মার্কিন অ্যাটর্নি জেনারেল।


নথিগুলো যেভাবে ফাঁস হলো


সূত্র জানাচ্ছে, অপেক্ষাকৃত কম পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডের একটি গ্রুপে ‘ওজি’ ছদ্মনামে যুক্ত ছিলেন জ্যাক। সেই গ্রুপেরই আরেক সদস্যের কাছে এই নথিটি ফাঁস করেন জ্যাক। তবে এবারই প্রথম নয়, এই গ্রুপ এ জ্যাক এর আগেও নথি ফাঁস করেছেন। ধারণা করা হচ্ছে যে, জ্যাক সব মিলিয়ে প্রায় ৫০ পাতার মতো নথি ফাঁস করেছেন।


ইতোমধ্যেই জ্যাকের ফাঁস করা এ নথি নিয়ে যুক্তরাষ্ট্র তো বটেই, সারাবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সেনারা কতটা এগোতে পেরেছে, তাদের আর কী কী সাহায্য প্রয়োজন এ ধরনের তথ্য যেমন আছে, তেমনি ওইসব নথিতে লেখা আছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক কোন সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন। এছাড়াও, যুক্তরাষ্ট্র বর্তমানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নজর রাখছে সেই সম্পর্কেও অনেক তথ্য ছিলো এই নথিটিতে।


বিবার্তা/নিলয়/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com