বিশ্বজুড়ে করোনায় দৈনিক আক্রান্ত-মৃত্যুর শীর্ষে জাপান
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৭
বিশ্বজুড়ে করোনায় দৈনিক আক্রান্ত-মৃত্যুর শীর্ষে জাপান
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু জানুয়ারিতে ওঠা-নামা করলেও ফেব্রুয়ারির শুরুতেই করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে।


গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৯৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৩ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬৬ হাজার ৬৪৬ জন।


শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।


ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৯৯ জন এবং এ রোগে মারা গেছেন ৩৯৭ জন।


জাপান ব্যতীত আরও যেসব দেশে এই দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র (মৃত ১৮৫ জন, নতুন আক্রান্ত ১৬ হাজার ৬৮০ জন), জার্মানি (মৃত্যু ১৫১ জন, নতুন আক্রান্ত ১৩ হাজার ৩৫৩ জন), মেক্সিকো (মৃত্যু ১২৬ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৮১ জন) এবং তাইওয়ান (মৃত্যু ৭৪ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৭ জন)।


বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৮৭২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ৭৪২ জন।


আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ২৭৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৭ লাখ ৬৯ হাজার ৭৪২ জনের।


এছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৪ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৯১৯ জন।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com