সিঙ্গাপুরে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১৭:০০
সিঙ্গাপুরে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে এয়ার ফোর্সের (আরএসএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।


৮ মে, বুধবার উড্ডয়নের পরপরই তেনগাহ বিমান ঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়।


সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুদ্ধবিমান বিধ্বস্তের এই তথ্য জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, তেনগাহ বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উড্ডয়নের সময় বিমানটি কিছু সমস্যা দেখা দেয় এবং পাইলট জরুরি প্রক্রিয়া মেনে পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।


সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের সময় বিমানটি ‘একটি সমস্যা’র মুখে পড়ে।


প্রতিবেদনে বলা হয়, পাইলট জ্ঞান হারাননি এবং হাঁটতে পারছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন। এ দুর্ঘটনায় অন্য কোনো কর্মী আহত হননি।


এ ঘটনায় তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ’র প্রতিবেদনে।


সিঙ্গাপুর প্রায় ৩০ বছর ধরে এফ-১৬ পরিচালনা করে আসছে।


দক্ষিণ পূর্ব এশিয়ায় অত্যাধুনিক বিমানবাহিনী রয়েছে সিঙ্গাপুরের। নগর রাষ্ট্রটিতে এই ধরনের দুর্ঘটনা প্রায় বিরল।


এর আগে, ২০১০ সালে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় দেশটির সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ উন্মুক্ত মাঠে জরুরি অবতরণ করে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com