শিরোনাম
পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০
প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৬:১৯
পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সোমবার ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এদিন সকাল ৭টায় রাজ্যটির ২০ জেলায় ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রায় প্রতিটি জেলা থেকেই একের পর সহিংসতার ঘটনা ঘটতে থাকে।


ভোট গ্রহণ পর্বকে শান্তিপূর্ণ ও অবাধ করতে রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেয়া হলেও সহিংসতা এড়ানো গেল না।


উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গায় পাঁচপোতায় বোমা হামলায় এক সিপিআইএম কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির নয়াপাড়ায় গুলিবিদ্ধ হয়ে আরিফ আলি গাজি নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এই জেলারই কাকদ্বীপের নামখানা ব্লকের বুধাখালিতে সস্ত্রীক সিপিআইএম নেতাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে।


নদীয়ার শান্তিপুরের বিবেকানন্দনগরে তৃণমূলের হয়ে ভোট লুট করতে এসে সঞ্জিত প্রমাণিক নামে এক যুবকের মৃত্যু হয়। নদীয়া জেলারই নাকাশিপাড়ার বিলকুমারীতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়।


ব্যালট বাক্সপুকুরে ফেলে দেয়া হয়


মুর্শিদাবাদ জেলার সুজাপুরে বোমা হামলায় খুন হয় এক বিজেপি কর্মী। ওই জেলার নওদার পাটিকাবাড়িতে একটি বুথের সামনে গুলিতে খুন হয় স্বতর্থ দলের এক সমর্থক। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে ২ সিপিআইএম সমর্থকের মৃত্যু হয়।


এছাড়াও রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। বোমাবাজি, ছুরি ও গুলি বিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশতাধিক মানুষ। এর পাশাপাশি কোথাও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া, ব্যালট বাক্সে পানি ঢেলে দেওয়া, আবার কোথাও ব্যালট বাক্সকে পুকুরে ফেলে দেওয়ার মতো অভিযোগ ওঠে।


কুচবিহারের নাটাবাড়িতে বিজেপির এক এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে।


বিবার্তা/ডিডি/জাকিয়া


>>পঞ্চায়েত নির্বাচন: পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা, নিহত ১


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com