৯৯ কোটি শিশুকে খাওয়ানো হয়েছে টিকা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:১৪
৯৯ কোটি শিশুকে খাওয়ানো হয়েছে টিকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এ পর্যন্ত ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


২৯ অক্টোবর, রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে গুটিবসন্তের টিকা প্রদানের মাধ্যমে বাংলাদেশে প্রথম টিকা প্রদান শুরু হয়। ফলে বাংলাদেশ হতে গুটিবসন্ত নির্মূল হয়। দেশের প্রথম জাতীয় টিকা দিবস হতে বর্তমান সরকারের সময় পর্যন্ত জাতীয় টিকা দিবস পালনের মাধ্যমে সারা দেশে মোট ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা খাওয়ানো হয়েছে।


আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৩ হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ বিদেশে রপ্তানি হয়েছে। ইউরোপ আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধ রপ্তানি হয়ে থাকে।


শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বর্তমান সরকারের তিন মেয়াদে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে ১৫৭টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com