দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০৮ জন: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৮:৫০
দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০৮ জন: স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০৮ জন এবং এখন পর্যন্ত এইচআইভিতে মৃত্যুবরণ করেছেন ৮৯০ জন।


রবিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


এইচআইভি রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ছাড়াও ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও আটটি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করার পাশাপাশি সরকারি-বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেওয়া হচ্ছে।


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়।


বিবার্তা/রিয়াদ/এসএফ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com