ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মোমেন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ২১:২২
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মোমেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে দ্বিপক্ষীয় স্বার্থের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার নয়াদিল্লিতে তারা এই বৈঠকে মিলিত হন।


জি-২০এফএমএম এবং রাইসিনা ডায়ালগ ২০২৩ এর সাইডলাইনে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকের পরে জয়শঙ্কর এক টুইটে লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে, প্রতিবেশী সর্বদা সবার আগে।’


মোমেন ব্রাজিলিয়ান এবং সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন এবং সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। নয়া দিল্লিতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) কাউন্সিলের বর্তমান সভাপতি। তারা পারস্পরিক স্বার্থের বিষয় এবং সহযোগিতার নতুন খাত নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন মোমেন।


বিবার্তা/নয়ন/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com