কুমিল্লায় পুকুরের কীটনাশক মেশানো পানি পানে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৩:১৪
কুমিল্লায় পুকুরের কীটনাশক মেশানো পানি পানে শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় পুকুরের কীটনাশক মেশানো পানি পান করে এক শিশুর মৃত্যুর হয়েছে।


১৩ মে, সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহত শিশুর নাম ফাহাদ (৯)। সে জগন্নাথপুর এলাকার মনির হোসেনের ছেলে এবং জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামের আইয়ুব আলী নামের এক ব্যক্তি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। তিনি গত রাতে পুকুরে মাছ ধরার জন্য কীটনাশক প্রয়োগ করেন। সকালে পুকুরে মাছ ভাসতে দেখে স্থানীয় লোকজন মাছ ধরতে নেমে পড়ে। এই সময় ফাহাদও মাছ ধরতে নেমেছিল। পানিতে ডুবে যাওয়ার সময় সে বিষাক্ত পানি পান করে ফেলে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে দ্রুত কুমিল্লা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


নিহত ফাহাদের মা সায়িদা বেগম বলেন, আমার ছেলে মাদরাসা থেকে এসে পুকুরে মাছ ধরতে গেলে আমি তার পিছে পিছে যাই। এরপর ৪-৫ মিনিটের মধ্যে তাকে না দেখতে পেরে খোঁজাখুজি শুরু করি। পরবর্তীতে তাকে পুকুরে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলেরে আমি এখন কই পামু।


পুকুর লিজ নেওয়া আইয়ুব আলী বলেন, আমি মাছ ভেসে ওঠার জন্য ট্যাবলেট প্রয়োগ করেছিলাম। সকালে মাছগুলো উঠিয়ে নিবো সেইজন্য। মাছ ভাসতে দেখে এলাকার মানুষ সেখানে নেমে পড়ে।


কতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমি সেখানে পুলিশ পাঠিয়েছি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com