
গোপালগঞ্জের মুকসুদপুরের কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আহতরা হলেন- প্রাইভেটকারচালক সোহেল ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইলের লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)।
১৩ মে, সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শের খান ঢাকা মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী শের খান নিহত হন ও অপর দুজন আহত হন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]