
হৃদয় পুড়ছে।
কিছুতেই স্বাভাবিক হতে পারছি না।
এই বেইলি রোড আমার ভীষণ প্রিয় জায়গা। ১৯৮৮ সালে নটরডেমে ভর্তি হওয়ার পর মেজভাইয়ের হাত ধরে মঞ্চনাটক দেখতে আসতাম মহিলা সমিতির নাট্যমঞ্চ-তে।
সেই থেকে যাত্রা। তারপর কত দিনরাত্রি এ নাটক সরণিতে। দীর্ঘ তেরবছর ছিলাম মালিবাগ পরিবার নিয়ে। কতবার এসেছি পিজাহাট, দোসা এক্সপ্রেস, মোভেন পিক, থার্টিথ্রি আরো কত রেস্টুরেন্টে। সাগর পাবলিশার্স আমাদের অন্যতম আড্ডার জায়গা, কত মুখর সন্ধ্যা কাটাতাম। এখানে আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের নিয়মিত আসতেন, অভিনেতা কেরামত মওলা, সাংবাদিক জাহাঙ্গীর ভাই , কাজল ভাই, এনএসআইয়ের মোখলেস ভাই, কবি জাহিদ হায়দার, এনাম ভাই, দুলু দা, দুলাল ভাই। সাগরের মালিক জুয়েল ছিল আড্ডার মধ্যমণি জুয়েল গত হলো বেশ ক’বছর আগে সেই রেশ এখনো আছে।
কত ছোট ছোট স্বপ্ন বুয়েট পড়ুয়া নাহিয়ান, লামিসা, আওয়ামী লীগ নেতা শামীম ভাই। সাংবাদিক অভিশ্রুতি, ভিকারুননিসার শিক্ষক সন্তানসহ, ইতালি প্রবাসী পরিবার...
৪৪ জনের নানা গল্প
ভেসে বেড়াচ্ছে নগরজুড়ে
চারিদিকে মানুষের হাহাকার, আর্তনাদ...
আহারে জীবন...
লেখক: মাহমুদ সালাউদ্দিন চৌধুরী
( ফেসবুক ওয়াল থেকে)
বিবার্তা/এসবি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]